পাবনা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লস প্রচেষ্টা ও দুরদর্শিতায় দেশের বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পুরনো ও ঐতিহ্যবাহী জেলা পাবনা স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু হচ্ছে। এছাড়াও পাবনায় ৭টি উপজেলায়ও মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেই প্রকল্প ইতোমধ্যে পাশ হয়েছে। শুক্রবার (১৪’জানুয়ারী) দুপুরে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে পাবনা শহীদ অ্যাডভোকেট আমি উদ্দিন স্টেডিয়াম উন্নয়ন কাজে ব্যয় ব ধরা হয়েছে ২৪ কোটি টাকা।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখার আহবায়ক আলী মর্তৃজা বিশ্বাস সনিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।