পাবনা প্রতিনিধি : প্রেসক্লাব পাবনা’র নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের আল-আকসা মার্কেট অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব পাবনা’র সভাপতি ইঞ্জি. সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু’র সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি কলামিস্ট, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, সহ-সভাপতি দৈনিক উন্নয়নের কথা সম্পাদক মোঃ আবুল হাসেম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, অর্থ সম্পাদক দৈনিক এযুগের দীপের সম্পাদক ওমর সরকার, প্রচার সম্পাদক দৈনিক অপরাধ বিচিত্রা’র জেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক দৈনিক জীবন কথার নির্বাহী সম্পাদক কলামিস্ট ড. ইদ্রিস আলম, কল্যাণ সম্পাদক বাংলাখবর প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, ক্রীড়া সম্পাদক চ্যানেল এ ওয়ানের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য দৈনিক জীবন কথা’র সম্পাদক অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ ও দৈনিক দেশেরপত্র জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির।
সভায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি ও কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
পবিত্র কোরআন তেলেওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর সকল শহীদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। পাবনার উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।