মুক্ত চেতনা ডেস্ক : হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৮’মার্চ) রাতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জেনারেল কম্পিউটার ল্যাব’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি জেনারেল কম্পিউটার ল্যাব’র শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিয়ার মো. জমিদার রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. বেলায়েত আলী বিল্লু , সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ।
উল্লেখ্য সরকারি নির্দেশনা মোতাবেক বর্ণাঢ্য আলোক সজ্জায় রাঙিয়ে তোলেন সমগ্র প্রতিষ্ঠানটি। আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোক সজ্জায় মুগ্ধ হয়ে অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আহবায়কের দায়িত্ব পালন করেন বাংলার ইন্সট্রাক্টর মো. আলী আকবর মিঞা এবং সঞ্চালনা করেন বাংলার ইন্সট্রাক্টর রতন কুমার রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মহিলা আ.লীগের সভাপতি শামীমা শিরীন, থানা আ.লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সদস্য আনিসুজ্জামন দোলন, পৌর আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আল মাহমুদ মোল্লা, শ্রমিকলীগ জেলা শাখা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, সেচ্ছা-সেবক লীগ জেলা শাখা’র যুগ্ম-সম্পাদক মো. বাবু শেখ, সাবেক ছাত্র নেতা রেজাউল ইসলাম রেজা, মো. সেলিম হোসেন, এ কে আজাদ, মেম্বার আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও অংশগ্রহন করেন প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর শ্রীবাস চন্দ্র দেব, শাহ আলম, বাসুদেব রায়, লিপি রানী সরকার, আনোয়ার রশিদ খান, তারিকুল হাকিম, ইন্সট্রাক্টর হাসানুজ্জামান, রোকেয়া বেগম, ফারহানা খালেদ, আমিরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ফাহমিদা আক্তার, আমিনুল ইসলাম, এরশাদুর রহমান ভূইয়া, খাইরুল ইসলাম, মীর মো. আবু জাফর, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, কাফ ইন্সট্রাক্টর আব্দুল ক্দ্দুুস, জাহাঙ্গীর আলম, খন্ডকালীন শিক্ষক নিয়ামুল হক সুরুজ, রওশন আলী, প্রধান অফিস সহকারি আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষক আলাউদ্দিন ও লাইব্রেরিয়ান লুৎফর রহমান, টি আর রেজাউল হক, আলামিন সজিব সহ সকল কর্মকর্তা-কর্মচারী।