বিভিন্ন গ্যাস জমে মগবাজারের ভবনে বিস্ফোরণ: বিস্ফোরক অধিদফতর

শেয়ার করুন

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে বিভিন্ন ধরনের গ্যাস জমে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে বিস্ফোরক অধিদফতর।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদফতরের এক পরিদর্শক সাংবাদিকেদের এ তথ্য জানান।

তিনি জানান, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এ বিস্ফোরণ হতে পারে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের এ ভবন বিস্ফোরণে এখন পর্যন্ত সাতজন নিহত এবং আহত ও দগ্ধে হয়েছেন অর্ধশতাধিক। 

আহত ও দগ্ধদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এছাড়া ভবনটির আশপাশের ১২টি বাণিজ্যিক ভবন ও ২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩টি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *