বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু’র সংখ্যা কমেছে

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : বিশ্বে করোনা ভাইরাস ( কোভিড-১৯ ) শনাক্ত ও মৃত্যু’র সংখ্যা আরও কমেছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৬শ ০৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৭ হাজার ৭শ ১৭ জনের। নতুন করে আক্রান্ত হিসাব অনুযায়ী শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৬শ ৪৪ জন। আর এই সময়ে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৮শ ৫৭ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য যানানো হয়।ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৮১ হাজার ৭শ ৪৪ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৮শ ৫০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৬শ ৫৭ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৮ লাখ ৫ হাজার ২শ ৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ২শ ১৯ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৭শ ৫১ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১শ ৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৭শ ৮৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৭৪ হাজার ৪শ ৯৩ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭শ ৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৮৩ হাজার ৬শ ২৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৪শ ৩৮ জন।সংক্রমণের তালিকায় এর কাছাকাছি অবস্থানে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি।

সংক্রমণে বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪শ ৫৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৫শ ৬৩ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

২০১৯ খ্রি. ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *