নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার সানিলায় লারনার্স অর্গানাইজেশনের উদ্যোগে আলোচনা সভা, অভিভাবক সমাবেশ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন। তিনি লারনার্স অর্গানাইজেশনের সেবামুলক মহৎ কাজকে সাধুবাদ জানান। প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করতে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার (২২ জানুয়ারি ২০২৩ খ্রি.) দুুপুরে লারনার্স অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক জাহানারা বেগম বিজলী’র সভাপতিত্বে ও যুগ্ম-সম্পদক শফিক আল কামাল এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি’র বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক খন্দকার মো. গোলাম সরোয়ার, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা’র সহকারি পরিচালক বীর মুক্তিযোদ্ধা (অব.) ডাঃ আব্দুস সাত্তার বিলচলনী, বেড়া উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আগত অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন মাও. আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন লারনার্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এ বি এম আতিক, কৃঞ্চপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা খন্দকার, প্রতিবন্ধীদের অভিভাবক, প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্থানীয়রা।