ব্যতিক্রমী উদ্যোগে পূর্ব রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও শহীদ দিবস পালন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার পূর্ব রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের অতিথি করে ব্যতিক্রমী উদ্যোগে সোমবার (২১’ফেব্রæয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়। এর আগে বিদ্যালয়ের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সকলে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. রাফি শেখ এর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজ আলী কাদেরী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. আব্দুল্লাহ শেখ।

বিশেষ অতিথির বক্তব্য দেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোছা. আয়শা আক্তার, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হাবিবা আক্তার ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রিয়া খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পাবনার আলো পত্রিকার সহ-সম্পাদক ও এশিয়ান টিভি’র স্টাফ রির্পোটার শফিক আল কামাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও সেচ্ছাসেবক লীগ পাবনা জেলা শাখা’র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আহম্মেদ ডন, প্রধান শিক্ষক মোছা. জান্নাতুন নাহার, শিক্ষক মাহমুদা কাজী, মো. আবু মুসা ও আশরাফী মৌ ও সাংবাদিক আব্দুস সাত্তার শিপলু প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *