মুক্ত চেতনা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়। শনিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল সদরের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের নিকট যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আরমান মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। সে নরসিংদী জেলার বেলাবো থানার গাংকুল এলাকার আলফাজ মিয়ার ছেলে।
এ ছাড়াও দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল সদরের পশ্চিম কুট্টাপাড়া লাল পেট্রোল পাম্পে নিজের ট্রাকের চাপায় জিয়াউল হক নামের ১ ট্রাক ড্রাইভার নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেট্রোল পাম্পের পাশে নিজের ট্রাকের নীচে বিশ্রাম করছিল ড্রাইভার জিয়াউল। এ সময় অপর আরেকটি ট্রাক পেছনে যাওয়ার চেষ্টা করার সময় ট্রাকটিতে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ড্রাইভার নিহত হয়। নিহত ড্রাইভার জিয়াউল হক রাজশাহী জেলার পুটিয়া থানার বিড়ালডুপু গ্রামের নাছের আলীর ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু পৃথক সড়ক দূর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।