ভারতীয় দূতাবাস রাজশাহী’র সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে প্রেসক্লাবে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য দেন। শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কলামিস্ট রণেশ মৈত্র, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রপসক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, আহমেদ উল হক রানা, সাংবাদিক নরেশ মধু প্রমুখ।
বক্তাগণ বলেন বাংলাদেশ-ভারত দুই দেশের বন্ধু সম্পর্ক সুদৃঢ় করতে আন্তরিকতার সঙ্গে কাজ আশাবাদ ব্যক্ত করেন। সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। মতবিনিময় অনুষ্ঠানে পাবনায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।