নিজস্ব প্রতিনিধি : মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ পাবনার উদ্যোগে কবিতা আবৃত্তি, সাহিত্য আসর ও আলোচনা সভা শনিবার (২০’নভেম্বর) সন্ধ্যা ৬ টায় রানা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিশু হাফেজ তাওহিদুল ইসলাম সায়াদ। এরপর উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে তাঁর প্রতি সংগঠনের পক্ষ থেকে বিন¤্র শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল মুক্তচেতনার সম্পাদক শফিক আল কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মমতাজ রোজ কলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ের সাবেক কর্মকর্তা মো. লিয়াকত আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক নাছিমা খন্দকার।
বক্তাগণ বলেন, নতুন লেখক সৃষ্টির সাথে নতুন পাঠকও সৃষ্টির লক্ষে কাজ করতে হবে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের এই ধরনের আসরে অংশগ্রহন নিশ্চিত করতে হবে। সংগঠনটি কবিতা আবৃত্তি, সাহিত্য আসর ও সংস্কৃতি চার্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের এই উদ্যোগে আন্তরিক সাধুবাদ জানাই।
স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও লেখক জামিল হোসেন, কবি লেখক আজিজা পারভীন, গীতিকার ও সুরুকার কবি উত্তম কুমার দাস প্রমুখ।