মুক্ত চেতনা ডেস্ক : মুজিব জন্মশতবর্ষে ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনায় মুক্তিযোদ্ধা সংগঠনের প্রদ্বীপ প্রজ্জ্বোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু প্রদ্বীপ প্রজ্জ্বোলন অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। অনলাইন কনফারেন্স’র মাধ্যমে ঢাকা থেকে যুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোমিনুর রহমান বরুণ, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু, দপ্তর সম্পাদক লেখক সাংবাদিক শফিক আল কামাল ও শিক্ষার্থী মেরাজুল ইসলাম প্রমুখ।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে রচিত সঙ্গীত ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশনের মধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।