রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল বিষয়ক বেলা’র আলোচনা সভা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র উ্দ্যোগে রংপুরে দখল-দূষণে মৃতপ্রায় শ্যামা সুন্দরী খালের সমস্যা নিরসন ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর রঙ্গপুর সাহিত্য পরিষদের মিলনায়তনে সুজন রংপুর শাখার সভাপতি মো. আকবর হোসেন এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংবাদিক আফতাব হোসেন, উন্নয়ন কর্মী কেএম আলী সম্রাট, রাজেশ দে রাজু, উন্নয়ন কর্মী মানুষী সাহা, গোলাম সাজ্জাদ ও জান্নাত মোহনা প্রমুখ।পরিবেশ বিষয়ক মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। তাকে সহযোগিতা করেন বেলা’র নেটওয়ার্ক মেম্বার মো. ফজলুল হক বাবলু।

বক্তারা বলেন, রংপুর নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খাল শহরের বৃষ্টির পানি নিস্কাশনের অন্যতম মাধ্যম। দূষণ দখলের কারণে খালটি যেমন প্রস্থে সংকুচিত হয়েছে, তেমনি এ খালে কোন জলজ প্রাণী নেই বললেই চলে। নগরবাসীর একটা বড় অংশের স্যুয়ারেজ বর্জ্য এই খালের মধ্যে গিয়ে পড়ছে। এতে দুর্গন্ধের পাশাপাশি নগরবাসী স্বাস্থ্যহানীর শিকার হচ্ছেন। এভাবে দখল-দূষণে জর্জরিত হয়ে খালটি আজ মৃতপ্রায় ড্রেনে পরিণত হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী এই খাল সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোন পদক্ষেপ নাই। এছাড়াও বক্তারা রংপুর শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের সীমানা সিএস ম্যাপ অনুযায়ী নির্ধারণ এবং সব ধরণের দূষণ থেকে খাল রক্ষার দাবি জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *