রুপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্পে চাকরি দেওয়ার প্রতারণা চক্রের ৬জন র‌্যাবের হাতে গ্রেফতার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি \ পাবনা’য় র‌্যাবের অভিযানে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে অবৈধভাবে চাকরি দেওয়ার নামে প্রতারণ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর-রূপপুর এলাকার মো. মাসুদ করিম মিন্টু’র ছেলে মো. হাসিবুর রহমান শুভ (২৫), একই উপজেলার পাকশী মেরিন পাড়া এলাকার মো. মালেক বেপারির ছেলে মো. মমিন উদ্দিন(৩০), রুপপুর দিয়ার বাঘাইল এলাকার মোহাম্মদ আলী জিন্নাহ’র ছেলে মো. আব্দুল আল মমিন সাজু (২৪), গোপালপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. রকিব আলী (৩৫), মৃত ইয়াদ আলী সরদারের ছেলে মো. আরশাদ সরদার (৬০) এবং বেনারশী পল্লী এলাকার মো. আরশাদ সরদারের ছেলে মো. সৈকত আলী (২৫)।

র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার (০১’সেপ্টেম্বর) ২০২১ খ্রি. সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার ঈশ্বরদী থানার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩নং গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নাম করে চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়াও প্রতারক চক্রটি চাকুরী প্রত্যাশীদের বিশ^াস অর্জনের জন্য বিভিন্ন ব্যাংকের বø্যাংক চেক, ভূয়া নিয়োগপত্র, নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করত। আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে। প্রতারণা চক্রের আরও ৪জন পলাতক সদস্য ধরতে র‌্যাব অভিযান চালাবে।

র‌্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র‌্যাবের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *