র‌্যাবের অভিযানে পাবনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি ॥ র‌্যাবের অভিযানে পাবনা আতাইকুলা থানার বামনডাঙ্গা এলাকা থেকে ১ হাজার ৭১৫পিস অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো পাবনা জেলার আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের মো. নজরুল ইসলামরে ছেলে মো. মকবুল হোসেন (৩৮), কক্সবাজার জেলার টেকনাফ থানার সাহাপ্রদীপ জেলেপাড়া মো. আলমের ছেলে মো. আয়াজ (৩০) ও পাবনা জেলার আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের আব্দুল বাতেন শেখের ছেলে মো. আরমান শেখ (২৫)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫’ জুন) ২০২২ খ্রি. রাত ৯ টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার আতাইকুলা থানার বামনডাঙ্গা এলাকার অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১ হাজার ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র‌্যাবের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *