শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন—ডেপুটি স্পিকার

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু বলেছেন বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন কৃষকদের সাড়ের জন্য গুলি খেতে হয় না। বিদ্যুতের অভাবে সেচের অভাবে ফসল নষ্ট হয় না। বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। সাঁথিয়া উপজেলা কৃষক লীগের আয়োজনে ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক লীগের কৃষক সমাবেশে (২০ মার্চ-২০২৩ খ্রি.) বিকেলে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

সাঁথিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, গণ মাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান আগত অতিথিবৃন্দ ও দর্শক স্রোতার হৃদয় মাতান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *