সংসদে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে গেছেন মোঃ সাহাবুদ্দিন। বাজেটে (অর্থবিল) সুপারিশ ছাড়াও রাষ্ট্রপতির গ্যালারিতে বসে বাজেট উপস্থাপন প্রত্যক্ষণ করবেন রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার (১ জুন-২০২৩ খ্রি.) বেলা আড়াইটার দিকে রাষ্ট্রপতি সংসদ ভবনে প্রবেশ করেন। এ সময় জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদ ভবনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি সপ্তম তলায় অবস্থিত রাষ্ট্রপতির চেম্বারে অবস্থান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া বাজেটে সম্মতি দেবেন। অর্থবিল হিসেবে বাজেট সংসদে উপস্থাপনের আগে রাষ্ট্রপতি সুপারিশ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এদিকে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি পঞ্চম বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালেরও এটি পঞ্চম বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদনে দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *