পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ডাক বিভাগের পিকআপের মধ্যে সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলো সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মুতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুর বারেকের ছেলে ফারুক আহম্মেদ (৩৩)।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, মঙ্গলবার (২১ মার্চ-২০২৩ খ্রি.) সকালে ভিটাপাড়া থেকে যাত্রী বোঝাই সিএনজি চালিত অটোরিক্সাটি বেড়া উপজেলার কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮ টার দিকে সিএনজি চালিত অটোরিক্সাটি ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়া উপজেলার সমাসনারী মাদ্রাসার সামনে পৌছালে পাবনা থেকে ছেড়ে আসা ডাক বিভাগের পিকআাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর অপর একজন মারা যায়। এ ঘটনায় আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।