পাবনা প্রতিনিধি : আওয়ামী সেচ্ছা-সেবক লীগ পাবনা জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) গণটিকা কার্যক্রমের সচেতনতামূলক আলোচনা সভা পাবনার আটঘরিয়া ও চাটমোহর উপজেলায় অনুষ্ঠিত হয়।
১৮ আগস্ট (বুধবার) দিনব্যাপী সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়ার পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চল, চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, আওয়ামী সেচ্ছা-সেবক লীগ পাবনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. নাছিম ফকির, সহকারি সমন্বয়ক মো. বাবু শেখ, সাংগঠনিক সম্পাদক মো. শেখ আলী, সদস্য মো. মনিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আব্দুল আলীম, নুরুন নবী নিবির, মনিরুল ইসলাম মনি ও আশিকুল ইসলাম রাব্বিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে করোনা ভাইরাস মোকাবেলায় গণটিকা কার্যক্রম সুষ্ঠ ও সুশৃংখলভাবে দেওয়া হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর গণটিকা সেচ্ছা-সেবক কার্যক্রমের আব্দুল মান্নান মাস্টার, আলতাব হোসেন, সাজেদুল ইসলাম নায়েক, মনিরুল ইসলাম মনি, মিলন, কুতুব উদ্দিন, পলাশ। আটঘরিয়া উপজেলা গণটিকা সেচ্ছা-সেবক কার্যক্রমের শরিফুল ইসলাম শরিফ, মোফাজ্জল হোসেন ও রাশেদুল ইসলাম পাপ্পু প্রমুখ।