শহর প্রতিনিধি : পাবনায় সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন। তিনি বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সেলিম নাজির উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসা’র সম্পাদক এস এম মাহবুব আলম।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী। আরও বক্তব্য দেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শহিদুল ইসলাম লালু। সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক আব্দুস সালাম, তানিয়া সুলতানা, মনিরা জাহানসহ শিক্ষকবৃন্দ, স্থানীয় আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা।