স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫’র কৃতিত্ব অর্জন

শেয়ার করুন

শহিদুল ইসলাম রিজু : এসএসসি পরীক্ষার ফলাফলে পাবনার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ শতভাগ জিপিএ-৫ এর কৃতিত্ব অর্জন করে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২০২২ খ্রি. সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় প্রকাশিত ফলাফল অনুযায়ী তারা জিপিএ-৫ পেয়ে শতভাগ সাফল্যের নজির স্থাপন করে। এ স্কুল থেকে এবার এস এসসি পরিক্ষায় ৩৫ শিক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশ নেয়। ১২৮৫ রেকর্ড নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে নূরুল মাহির। অন্যান্য শিক্ষার্থী হলো তাহিয়াত তাবাচ্ছুম তানহা, মাইশা ইকবাল হৃদিতা, নুজহাট তাবাচ্ছুম হক, আফরিন জামান, নওরীন রহমান, মেহজাবিন আফরোজ, রায়াদ ইসলাম রাশেদ, সাদিয়া নাওয়াল রাইসা চৌধুরী, মীর ফাতিহা ইসলাম, মেহরিন ই মাসুদ তাবাচ্ছুম, শেখ গালিব আলদীন, রাকিব খান, আবিদা তাবাচ্ছুম স্মৃতি, মেহজাবিন খান, এরিনা রহমান, সৈয়াদা হুমায়রা সিদ্দিকা, জেরিন তাসনিম ¯েœহা, তির্থাঙ্ক বিশ্বাস, অর্পন যোসেফ গোমেজ, তাবাচ্ছুম তাসনিম, সাদাত কাদেরী, নুসরাত জাহান সুমাইয়া, লামিয়া ইসলাম মিম, রওশন আরা ফেরদৌস, তাসকিয়া কবীর, এস এম জাফির রহমান, অনিলা আঞ্জুম, খন্দকার ফারহানুল হাবিব, শাহরিয়ার ইমাম, জান্নাতুল ফেরদৌস, এস এম সোয়াদ আলম, মাইশা ফাহমিদা, লাবিব ফয়সাল ও তাজাল্লি শাহরিন।

শিক্ষার্থীদের এ অনন্য সাফল্যের জন্য স্কয়ার গ্রুপের পরিচালক এবং স্কয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং স্কুলের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সংশি¬ষ্ট শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *