নিজস্ব প্রতিনিধি : সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড -২০২১’র গৌরব অর্জন করেন।
শনিবার (২০মার্চ) বিকেলে রাজধানী ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচি-কাচার মিলনায়তনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা স্মৃতি পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গোলাম কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট’র বিচারপতি এস. এম. মজিবুর রহমান।
প্রধান আলোচকের আলোচনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা’র অ্যাডিশনাল এস পি কবি মো. নুরুল ইসলাম বিপিএম।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন আজিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, সরকারি কৃত কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজর প্রফেসর মো. রফিক উদ্দিন, চৌধুরী গ্রুপের চেয়ারম্যান ও এমডি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং লেখক, গবেষক ও মানবাধিকার ব্যক্তিত্ব কবি মো. মোসাদ্দেক হোসেন সাজল।