নিজস্ব প্রতিনিধি : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে। এদেশের মানুষ এখনও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ^াসী। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে দেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করা যাবে না এবং সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা থেকে দূরে থাকতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সম্প্র্রদায়িক সম্প্রীতির বিকল্প নাই। পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (২০ মার্চ-২০২৩ খ্রি.) জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সংবাদ পত্রপরিষদের সভাপতি আব্দুল মতীন খান, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকী বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, গণ মাধ্যম কর্মি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মসজিদের ইমাম প্রমুখ।