হোয়াইট হাউজ ছাড়ার পর ট্রাম্পের প্রথম জনসমাবেশ

শেয়ার করুন

হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথম সমাবেশে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সরকারের অভিবাসন নীতির সমালোচনা করে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেয়ার জন্য রিপাবলিকানদের আহ্বান জানান তিনি। ট্রাম্প বলেন, মার্কিনীদের আবেগ নিয়ে খেলছেন ডেমোক্র্যাট সরকার। তার শাসনামলে দক্ষিণ সীমান্তবর্তী রাজ্যগুলোয় শূন্যের ঘরে নেমে এসেছিলো অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা। সেখানে নিত্যনতুন নীতিমালার মাধ্যমে লাখ-লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বসবাসের অনুমতি দিচ্ছে বাইডেন সরকার। তিনি বলেন, এই অতিরিক্ত অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা আরও চাপে ফেলবে মার্কিনীদের। এই অন্যায় শাসন থেকে মুক্তির জন্যেই ২০২৪ সালের নির্বাচনে আবারও রিপাবলিকানদের ভোট দেয়ার তাগিদ দেন ট্রাম্প। কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে গত নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে আবারো অভিযোগ করেন ট্রাম্প। ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলায় উস্কানির অভিযোগে দুইবার অভিশংসিত সাবেক এই প্রেসিডেন্ট এখনো তার দল ও সমর্থকদের কাছে বেশ প্রভাবশালী অবস্থানেই রয়েছেন।   ২০২৪ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তার ফিরে আসার সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে শনিবারের এই সমাবেশ। এদিকে হোয়াইট হাউজ এক বার্তায় জানায়, ট্রাম্পের প্রস্তাবিত অভিবাসন নীতি অত্যন্ত অমানবিক।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *