শহর প্রতিনিধি : শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে পাবনায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার নিজস্ব মিলনায়তনে সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনন্য সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক বরনা খাতুনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।তিনি শেখ রাসেলের বেড়ে ওঠা নিয়ে শিশুদের মাঝে উদ্দেশ্যে বলেন আজকের শিশুরা যেমনটি শিখবে তেমন ভাবে বেড়ে উঠবে।সঠিক ইতিহাস জানা আজকের শিশুদের খুবই প্রয়োজন। আগামী দিনে শিশুদেরকে সঠিক ইতিহাস শেখানোর অভিভাবকদেরকে তিনি অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বি.এম. এস.এফ) পাবনা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালাম।
আগত অতিথিবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন এবং এতিম দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।