আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে—জোনায়েদ সাকি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেছেন-“অভ্যুত্থানের সাত মাস অতিক্রান্ত হলেও বিচার কাজ এখনও উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। এই কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং সেই হতাশার প্রতিফলন বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের যে নেতৃবৃন্দের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত। বিশেষ করে জুলাই-আগস্ট ২০২৪ এর অভ্যূত্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।” শনিবার (২২ মার্চ) বিকেলে গণসংহতি আন্দোলন পাবনা জেলার উদ্যোগে “নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে পুলিশ লাইনস’র নিকট পিসিসিএস বাজার রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুলহাস নাইন বাবু সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি আরও বলেন, “ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করছে। দেশে তৌহিদী জনতার নামে মব তৈরি করে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। এই মব ও অরাজকতার কাজ কখনোই বাংলাদেশের স্বার্থে নয়, বরং ভারতীয় গণমাধ্যম যা প্রচার করতে চায়, তারই বাস্তবায়ন ঘটছে।”

গণসংহতি আন্দোলনের জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতি পাবনা জেলার সভাপতি ও পাবনা বারের জিপি আরশেদ আলম, ক্যাপ্টেন ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবী কথা হাসনাত, বিশিষ্ট সমাজ সেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতির আহ্বায়ক আব্দুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন ও সাথিয়া উপজেলার আহ্বায়ক মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *