স্টাফ রিপোর্টার : বিএসটিআই‘র নকশা বর্হিভূত ইট তৈরি এবং ভাটায় কাঠ জ্বালানোর অভিযোগে আটঘরিয়ার এডিএএম ইটভাটার প্রোপাইটর কে এক লক্ষ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ সেভেন আপ রাখায় দায়ে আটঘরিয়া বাজারের প্রাণ পলক হোটেল মালিক রেকাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বুধবার (২১ ডিসেম্বর ২০২২ খ্রি.) বেলা ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও অংশ নেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের অফিস সহকারী হোসনে আরা সহ আটঘরিয়া থানা পুলিশের একটি দল।
অভিযান চলাকালে আটঘরিয়ার কয়েকটি মুদির দোকানে চিনি এবং ভোজ্যতেল সহ বিভিন্ন পণ্যের বাজার মূল্যর খোজ খবর নেওয়া হয়।