পাবনা প্রতিনিধি : ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে পাবনার সুজানগরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ মে) দিবসটি উদযাপন উপলক্ষ্যে সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেশ কয়েকটি শ্রমিক ট্রেডের ব্যানারে শ্রমিক নেতা-কর্মি ও সাধারণ শ্রমিকেরা সমবেত হতে থাকেন।
বেলা সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সুজানগর পৌর সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বাজার বাসষ্ট্যান্ডে পথসভায় অংশ গ্রহন করেন।
শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখা’র সভাপতি অধ্যাপক রেজাউল করিম।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখা’র সহ. সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক মু. ইসমাইল খাঁন, সুজানগর উপজেলা তাঁত শ্রমিক ট্রেড সভাপতি ওয়ালী উল্লাহ বিশ্বাস, নির্মাণ শ্রমিক ট্রেড সভাপতি মির্জা শহিদুল্লাহ, রিক্সা শ্রমিক ট্রেড সভাপতি উজ্জল হোসেন, সুজানগর পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তরিকুল ইসলাম।
বক্তাগণ বলেন, সিএনজি ষ্ট্যান্ড, ঘোড়া ষ্ট্যান্ড, রিক্সা-ভ্যান ষ্ট্যান্ডে চাঁদা দিয়ে আমাদের গাড়ি চালাতে হবে, ব্যবসা চালাতে হবে, এটা আমরা দেখতে চাই না। যেকোন অন্যায় হলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব। শ্রমিক ভাইয়েরা যাতে ৮ ঘন্টা পরিশ্রম করে তার ন্যায্য মুজুরি পায়, শুক্রবার যেন ছুটি ভোগ করতে পারে এবং আমার মা বোনদের মাতৃকালীণ ছুটি সঠিক মুল্যায়ন করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বক্তাগণ আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য হয়ে উঠেছে।