আরাফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : আরাফাত হোসেন নূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে স্মারকলিপি দিয়েছে তার পরিবার এবং স্বজনরা।

রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল পাবনা জেলা শহরের অনন্ত মোড় থেকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে দিতে পাবনা জেলা প্রশাসনে সমবেত হয়। সেখানে শন্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও বক্তব্য শেষে জেলা প্রশাসনে স্মারকলিপি দেন তারা। এরপর বিক্ষোভকারীরা পুলিশ প্রশাসনে গিয়ে স্মারকলিপি প্রধান করেন এবং হত্যাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। ২৪ ঘন্টার মধ্যে আরাফাত হত্যাকারীদের গ্রেফতার না করলে বিক্ষোভকারীরা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধীদের বিচার করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

আরাফাতের মা ও স্বজনরা বিক্ষোভ সমাবেশে বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শহিদ ও তার জামাই ফ্রেন্সী কাদের, ছিনতাইকারী নাঈমসহ সকল হত্যাকারীদের ফাঁসি চাই। জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইও ওয়ানের (ওসি) আনোয়ার হোসেন বিক্ষোভকারীদের শান্তু থাকার পরামর্শ দেন ও হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

উল্লেখ্য, গেল বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পাবনা জেলা শহরের অনন্ত বাজার এলাকায় মেথর কলোনিতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ওমরের ছেলে আরাফাত হোসেন নূর (১৯) শরীরের বিভিন্ন স্থান গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ১১টার দিকে আরাফাতের মৃত্যু হয়। এরপরই স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় আরাফাতের এলাকার জনগন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এই ঘটনায় নিহত নূরের মা বাদী হয়ে পাবনা সদর থানাতে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। তবে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের কাউকে এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *