আরিচা-কাজিরহাট রুটে আরেকটি ফেরী সংযুক্ত করা হবে— খালিদ মাহমুদ চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিনধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রভাব পরেছে সারাবিশ্বে। বাংলাদেশের এর প্রভাব পরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য বিনামুল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করছে। করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার দায়িত্বশীলতার সাথে কাজ করছে। করোরনার প্রকোপ থেকে দুরে থাকতে আমাদের সকলকেই দায়িত্বশীল হতে হবে। পাবনার কাজিপুর ফেরীঘাট উন্নয়নের কাজ চলছে। শুধু ফেরী বাড়ালেই হবেনা। এর সাথে সংশ্লিষ্ট রাস্তা, ঘাট, পাকিং সবকিছুই বাড়াতে হবে। আরিচা কাজিরহাট রুটে অচিরেই আরেকটি ফেরী সংযুক্ত করা হবে।
শুক্রবার (১৬’ জুলাই) দুপুরে পাবনার কাজির হাট ফেরীঘাট পরিদর্শন কালে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কাজীরহাট ফেরীঘাট এলাকা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, এখানে আমাদের ওয়ার্কশপ না থাকায় অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। শ্রীঘ্রই এই ঘাটটি আধুনিকায়ন করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *