ইয়ং টাইগার জতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন পাবনা জেলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও পাবনা জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ এর ফাইনালে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাবনা জেলা দল।

শুক্রবার (০৭’ জানুয়ারী) ২০২২ খ্রি. সকালে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় নির্ধারিত ৫০ ওভারের খেলায় টসে জিতে রাজশাহী জেলা দল ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। পরে পাবনা জেলা দল ৪২.৫ ওভারে ১১০ রান করে ৫ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের আরাফাত খান।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, রেজাউল হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক হোসনে আরা হাওয়া, রাশেদ হোসেন ফারুক, সদস্য সাঈদ হোসেন সুমন, রিজভী আহম্মেদ রেজা, আখরুজ্জামান জর্জ, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম ও রাজশাহী বিভাগীয় ক্রিকেট কোচ শাহ নেওয়াজ শানু। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা ক্রিকেট আম্পায়ার্স আন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি গৌতম সরকার গোরা ও আব্দুল্লা-আল মামুন। আরও ছিলেন ক্রিকেট সাব-কমিটির শেখ সাদি, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, সঞ্জয়, বিপ্লব, শফিক ও পাবনা দলের টিম ম্যানেজার রাশেদ হোসেন রাসুসহ অনান্য সদস্যবৃন্দ।

২৫ ডিসেম্বর ২১ খ্রি. শুরু হওয়া এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮ টি জেলা দল অংশ গ্রহন করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *