ঈশ্বরদীতে চাঞ্চল্যকর ডাকাতির মালামাল উদ্ধার; ট্রাকসহ ৫ ডাকাত আটক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদী থানার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মূল রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধার ও আন্ত:জেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হলো বাগেরহাটের জেলার ফকির হাট থানার জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার মো. জিয়াউল হকের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৭), একই এলাকার মৃত আমির আলী শেখের ছেলে মো. বোরহান শেখ ওরফে বুরান (২৯), একই থানার লখপুর গ্রামের মৃত মাহাবুব শেখ ওরফে হাবিবুরের ছেলে মো. আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোট (২২), একই থানার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের মৃত জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২৪) ও বাগেরহাট জেলার রূপসা থানার তালিমপুর গ্রামের মো. হেলাল শেখের ছেলে মো. কামাল শেখ ওরফে কামরান শেখ (২৭)।

এ সময় গ্রেফতারকৃত নিকট থেকে ১৮ লক্ষ টাকা মুল্যের ১টি ট্রাক, ৮৫ হাজার টাকার একটি জেনারেটর, ২০ টাকার ২টি সিলার মেশিন, ৮ হাজার টাকার ওজন মাপা মেশিন, ৬ হাজার টাকার চাউল, সাড়ে ৩ হাজার টাকার মুড়ি, ৫০ হাজার টাকার একটি মোটরসাইকেল, চারটি মোবাইল, তালা ভাঙ্গার লোহার রড এবং ৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বৃহস্পতিবার ( ৩০ মার্চ-২০২৩ খ্রি.) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান ২৩ মার্চ-২০২৩ খ্রি. রাত পৌনে ৫টার দিকে ঈশ্বরদী থানার জয়নগর পাঠশালা মোড় দাশুড়িয়া-রূপপুর হাইওয়ে রোডের পূর্ব পার্শ্বে মামলার বাদী রাকিবুল হাসান এর চাতাল মিলে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে চাতালের নাইটগার্ড মো. ইউনুস প্রাং এর হাত পা ও মুখ বেধে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় ঈশ্বরদী থানার এফআইআর নং-৫৭, তারিখঃ ২৫ মার্চ ২০২৩ খ্রি.। মামলার সুত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার এবং ঈশ্বরদী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ৫ সক্রিয় সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামী শরিফুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির ৮ টি মামলা, বোরহান শেখ ওরফে বুরান এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৬টি মামলা, আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোটএর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মামলা, শিমুল শেখ ওরফে হৃদয় এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৪টি মামলা ও কামাল শেখ ওরফে কামরান শেখ এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৪টি মামলা রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *