ঈশ্বরদীতে ভ্রাম্যমান অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সোমবার (২৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে নোংরা পরিবেশে পণ্য তৈরি ও অনুমোদন না থাকায় ঈশ্বরদীর কালিকাপুরে এ আর এস ফুড এন্ড বেভারেজকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বেশি দামে তরমুজ বিক্রয় করায় গ্রীন সিটিতে বিসমিল্লাহ ফল ভান্ডার কে ৫ হাজার টাকা ও কাপড়ের আমদানিকারকের সীল না থাকায় জেনসিম কস্মেটিককে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকি কার্যক্রমে ব্যাটালিয়ানের একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *