ঈশ্বরদীতে ৩টি মটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান সোমবার (১৪ এপ্রিল) এক অনলাইন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, গেল ২২ জানুয়ারি ২০২৫ খ্রি. মটরসাইকেল চুরির ঘটনায় ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকার নজরুল ইসলামের ছেলে রাজু আহমেদ বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি চুরি মামলা দায়ের করে। মামলা নং-৩১, তারিখ-১৩ এপ্রিল ২০২৫ খ্রি.। এই মামলাসুত্রে চুরির ঘটনায় অভিযানে নামে পুলিশ। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া সোনালী ব্যাংকের সামনে থেকে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য ইমন আলী (১৫) কে আটক করে। সে পাবনা সদর উপজেলার অনন্ত দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মোঃ হাতেম আলীর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যানুযায়ী গভীর রাতে অভিযান পরিচালনা করে ঈশ্বরদী থানার মুলাডুলি ইউনিয়নের দেবিপুর গ্রাম থেকে পরিত্যক্ত ঝোপের ভিতর থেকে চোরাই হরনেট ১৫০ সিসি লাল/কালো রঙের মোটরসাইকেল এবং একটি লাল রঙের এপাছি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর আটককৃত চোরকে আরও জিজ্ঞাসাবাদে রাতভর অভিজানে ভাঙ্গুড়া থানার বেতবাড়িয়া গ্রাম থেকে মোঃ চাঁদ আলীর ছেলে আসামী শামীম(২৮) কে গ্রেফতার করা হয়। শামীমকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা ঈশ্বরদী থানার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা সিএন্ডবি গোডাউনের ভিতর পরিত্যক্ত ঘরের মধ্যে থেকে একটি নীল রঙের এপাছি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আকটকৃত চোরদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তাদের সহযোগী ঈশ্বরদী থানার আজমপুর এলাকা থেকে জাবেদ আলীর ছেলে মো জাহিদুল ইসলাম (৪১) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের সদস্য। মটরসাইকেল চুরির ঘটনায় জড়িত অন্যানা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরিসহ থানায় একাধিক মামলা আছে।

এছাড়াও পুলিশ সুপার আরও জানান ঈশ্বরদী থানায় গেল এক মাসে সর্বমোট ১২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ১০ জন সক্রিয় সদস্য আটক হয়, তাদের নামে মামলাও দায়ের করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *