মুক্ত চেতনা ডেস্ক : একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে আদালতের আদেশ বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষিত বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫’ নভেম্বর) বেলা ১১টার দিকে মহানগীর একটি রেস্তোঁরায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই উদ্বুদ্ধকরণ সভা আয়োজনে করে।
বেলা’র রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. মিজানুর রহমান, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। সভা সঞ্চালনা করেন দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
মূল প্রবন্ধে বলা হয়, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের পর তার অধিকাংশই আবর্জনায় পরিণত হয়। এইসব পণ্যগুলি আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় বলে মনে হলেও মানুষ, বন্যপ্রাণী, পরিবেশ ও প্রতিবেশের ওপর তা বিধ্বংসী প্রভাব ফেলে। প্লাস্টিক ভূগর্ভস্থ জল, মহাসাগর এবং নদীকে দূষিত করে যা মানুষ তথা প্রাণীকূলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরও বলা হয়, দেশে সর্বাধিক প্লাস্টিক বর্জ্য আসে রেস্টুরেন্ট থেকে।
সভায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের বিকল্প ব্যবহারের জন্য রেস্তোরাঁ মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।উদ্বুদ্ধকরণ সভায় মহানগীর বিভিন্ন রেস্তোঁরার মালিক, এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।