পাবনা প্রতিনিধি : একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পাবনা শহরের প্রধান আব্দু হামিদ সড়কের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চের (সাবেক টাউনহল ময়দান) বঙ্গবন্ধু’র ম্যুড়ালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
রবিবার (১৫ আগস্ট) সকালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহন করেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ, বীর মুক্তিযোদ্ধা হরি শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার, বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন প্রমুখ।
শেষে আব্দুল হামিদ সড়কের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভবন পাবনা জেলা কার্যালয়ের চতুর্থ তলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনাসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।