স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে বগুড়ায় করতোয়া নদী রক্ষায় ‘আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন’ শীর্ষক এক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর-২০২৪ খ্রি.) বেলা ১১টায় বগুড়া মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. মোকাব্বর হোসেনের সভাপতিত্বে ও বেলা’র রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিবিসিএফ’র সভাপতি মো. জিয়াউর রহমান, অধ্যাপক এবিএম আবু হায়দার, লায়ন মো. আতিকুর রহমান মিঠু, অবসরপ্রাপ্ত ব্যাংকার দিলবর বাদশা, সাংস্কৃতিক কর্মী লিপি প্রধান, সাংবাদিক আবু মুসা, বগুড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক গৌতম কুমার দাস এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা: নিতু আক্তার, পরিবেশ কর্মী জাকিয়া সুলতানা, বেলা’র নেটওয়ার্ক মেম্বার এম ফজলুল হক বাবলু ও স্যানো’র পরিচালক এটিএম আহসান হাবীব রঞ্জু প্রমুখ।
পরামর্শ সভায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও একটিভিস্ট, সুশীল সমাজের প্রতিনিধি, গৃহিনী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে করতোয়া নদী রক্ষায় আদালতের আদেশ বাস্তবায়ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।