কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তি পরীক্ষার সমাপনী

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা সমাপনী হয়।

রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট ও চট্রগ্রাম বিভাগে ৩৪টি জেলায় ১২৩ টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরিক্ষায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অংগ্রহণ করে। সারাদেশের ন্যায় পাবনাতেও সমাপনী হয় বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা।

পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, ফরিদপুর, বেড়া, কাশিনাথপুর, আতাইকুলা, আমিনপুর কেন্দ্রের ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সকল পরিক্ষার্থীর ৩০% শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তি প্রাপ্তদের ১ বছরের জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষার্বোড দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য অভিন্ন সিলেবাস, বই ও প্রশ্নপত্র সরবরাহ করে থাকে। এছাড়াও কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে খেলোয়ার তৈরি করার জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *