স্টাফ রিপোর্টার : রংপুর এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, খেলাধুলার পাশাপাশি সাংষ্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে হবে। শুধু লেখা পড়া করে ভাল ফলাফল করলেই হবে না, দেশ আমাদের সব দিয়েছে। দেশের প্রতি ভালাবাসতে হলে যে যার জায়গা থেকে নিজ দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। সেটা হতে পারে নিজের সন্তানের জন্য, নিজের কর্মস্থলের জন্য। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২ খ্রি.) পাবনা ক্যাডেট কলেজ ক্রীড়াঙ্গণে কলেজের ৩৯ তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. ফয়জুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আজ নিজেকে গর্বিত মনে করছি কারণ আমি পাবনা ক্যাডেট কলেজেরই একজন ছাত্র ছিলাম। শিক্ষকমন্ডলীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাল শিক্ষার্থীর জন্য যে শ্রম দিতে হয়। তার চেয়ে বেশি শ্রম দিতে হবে দূর্বল কিংম্বা বিপথগামী শিক্ষার্থীদের জন্য। তাদেরকে পথে আনাটাই একজন প্রকৃত শিক্ষকের দায়িত্ব। শিক্ষার্থীদেরকে সত্য কথা বলা শিখাতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায় ২৪৪ পয়েন্ট পেয়ে ভাসানী হাউস চ্যাম্পিয়ন, ২১৫.৫ পয়েন্ট পেয়ে তিতুমীর হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
জুনিয়র গ্রুপে ক্যাডেট নং ২২১২ ক্যাডেট তৌহিদ এবং সিনিয়র গ্রুপে ক্যাডেট নং ২১৯৯ ক্যাডেট উৎস ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মর্যাদা লাভ করে। ২০২২ সালে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় ভাসানী হাউস এবং সার্বিকভাবে রানার আপ হয় সিরাজী হাউস। উল্লেখ্য ১৯ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী ও দ্বিতীয় দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপণ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকমন্ডলী, ডিডি এনএসআই কামরুল হাসান, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শাফকাত ওয়াহিদ, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জেমস প্রখর চৌধুরী, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, মাছরাঙা টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম রিজু, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ ও পাবনা ক্যাডেট কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।