গণমাধ্যমেরও একটি পক্ষ আছে তবে বস্তুনিষ্ঠ হবে—ইনু

শেয়ার করুন

শহর প্রতিনিধি : জাতীয় সমাজ তান্ত্রিক দলের সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হাসানুল হক ইনু বলেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মেহেরপুরে বৈদ্যনাথতলা আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল শপথ গ্রহনের মধ্যে দিয়ে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ কোটি বাংলার মানুষকে যোদ্ধা হিসেবে পরিণত করেছিলেন। এই দিনে পাবনায় সাপ্তাহিক পাবনার ভাবনা নামে একটি পত্রিকা উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকতে পেরে গর্বিত। গণমাধ্যমেরও একটি পক্ষ আছে তবে সেটা হতে হবে বস্তুনিষ্ঠ। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সোমবার (১৭ এপ্রিল-২০২৩ খ্রি. ) বেলা ৩ টায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে সাপ্তাহিক পাবনার ভাবনা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলম ফারুক প্রিন্স, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক পাবনার ভাবনা’র সম্পাদক ও প্রকাশক এবং বেড়া পৌরসভার মেয়র এ্যাড. এস এম আশিফ সামস্ রঞ্জন। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য, জাতীয় ৪ নেতা সহ সকল শহীদ স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *