গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে ছাত্র-জনতার অংশগ্রহনে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্বরে সমবেত হয়ে শ্লোগানে কম্পিত করে।

এসময় ছাত্র-জনাতা বক্তব্যে বলেন ইসরাইল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করে যাচ্ছে, সেটি রিতিমতো মানবতার চরম লংঘন । আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করছে, আমরা বসে থাকতে পারি না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা সবাইকে ইসরাইলের সব ধরনের পন্য ব্যবহার বর্জনের পরামর্শ দেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *