মুক্ত চেতনা ডেস্ক : পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য এসআই অসিত কুমার বসাক এর নেতৃর্ত্বে জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি আভিযানিক দল ৪/০৬/২০২২ খ্রি. মোটরসাইকেল চোর ১. মোঃ আল-আমিন মুন্না (২৮), পিতা-মোঃ লিয়াকত মিয়া, সাং-ঘোপসিলন্দা, থানা-আমিনপুর, জেলা-পাবনা, ২. মোঃ সোহাগ (২৫), পিতা-মোঃ আক্তার, সাং-দেবোত্তর হিন্দুপাড়া, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা, ৩. মোঃ মনির হোসেন(৪০), পিতা-মৃতঃ সিদ্দিক প্রাং, সাং-বালিয়া হালট, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ৪. মোঃ শিপন (২৫), পিতা-মোঃ শাহজাহান, সাং-কৈলমহল, থানা-চাটমোহর, জেলা-পাবনাদেরকে দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো হলো ৪ চোরাই ডিসকভার এবং একটি হিরো মোটরসাইকেল ।
উল্লেখ্য যে, মোঃ আসাদুর রহমান পিতা-মৃতঃ আব্দুল লতিফ সাং-মাধাইমুড়ি থানা-আত্রাই জেলা-নওগা এর পাবনা সদর থানাধীন কাচারীপাড়াস্থ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নীচ তলায় দক্ষিন পার্শে জিআরও অফিস রুমের সামনে হতে তার ডিসকভার মোটরসাইকেল চুরি হয় এবং বাদী লিখিত এজাহার প্রাপ্ত হয়ে পাবনা সদর থানার, এফআইআর নং-৭ /৪২৫, তারিখ- ০৩, জুন, ২০২২; ধারা- ৩৮০ পেনাল কোড-১৮৬০; রজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ডিবি, পাবনা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি যাওয়া মোটরসাইকেল সহ আরো ৪টি মোটরসাইকেল উদ্ধার করে।
এদের মধ্যে আসামী মুন্নার বিরুদ্ধে ৩ টি চুরি মামলা, সোহাগের বিরুদ্ধে ২টি চুরি মামলা, শিপনের বিরুদ্ধে ৬টি চুরি মামলা এবং মনিরের বিরুদ্ধে ৩টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীণ রয়েছে।