মজিবুল হক লাজুক : বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয়। তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গিয়েছেন। সংগঠনের নেতা হতে হলে তাঁর আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) পাবনা আতাইকুলা মাধপুর আমেনা খাতুন কলেজ মাঠে আয়োজিত আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড.শামসুল হক টুকু এমপি এসব কথা বলেন।
সংগঠনের নিষ্ক্রিয় কর্মীদের বিষয়ে ডেপুটি স্পীকার বলেন, পদ-পদবী নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের কর্মী হতে হলে মানুষের কাছে যেতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মাদক-ধুমপানমুক্ত আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। আর দেশকে ২০৪১ সালের মাঝে কাংখিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডেপুটি স্পীকার এ্যাড.শামসুল হক টুকু আরও বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনই সংবিধান ও নির্বাচনী আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আমি বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানাচ্ছি। জাতীয় পতাকা উত্তলোনের মধ্যেদিয়ে সম্মেলনের শুরু করা হয়।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান আলী খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ তপন হায়দার সান, মোঃ রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, আব্দুল মালেক বাবলু, সাখাওয়াত হোসেন সাকা, এস এম আলমগীর হোসেন, শ্রী কার্তিক চন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বেড়া-সাঁথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মিরাজুল ইসলাম বিশ্বাসকে সভাপতি ও আবুল হাসনাতকে সাধারণ সম্পাদক করে আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।