দারুল আমান ট্রাষ্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাষ্ট মাঠে প্রিন্সিপাল ইকবাল হুসাইনের আমন্ত্রণে অতিথিবৃন্দের আলোচনা সভা ও এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার ( ৮ মার্চ) বিকেলে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডল। মাহফিলে বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, ইফতার কমিটির আহবায়ক এএসএম আব্দুল্লাহ, দারুল আমান ট্রাস্টের সেক্রেটারী নেসার আহমেদ নান্নু, সদর আমীর মাওলানা আব্দুর রব, পৌর আমীর মাওলানা আব্দুল লতিফ, জেলা বার সমিতির সেক্রেটারী সুলতান মাহমুদ খান এহিয়া, পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববদ্যালয়ের চেয়ারম্যান (প্রস্তবিত) মাহতাব উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব আবুল কাশেম, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ময়ক বরকত উল্লাহ ফাহাদ, শিবির শহর সভাপতি ফিরোজ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্কয়ার গ্রুপের প্রতিনিধি, সাততারা মৎস ব্যবসায়ী প্রতিনিধি, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন, মুক্তিযোদ্ধ, ঠিকাদার গ্রুপ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, এলজিইডি, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, গনি এন্ড ব্রাদার্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে আরও অংশ গ্রহন করেন শহীদ জাহিদ ও নিলয়ের পিতা, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, জেলা বার সমিতি, কাজি সমিতি, সরকারি, বেসরকারি, মেডিকেল কলেজ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রিন্সিপ্যাল ইকবাল হুসাইন এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *