দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনের অগ্রগামী যোদ্ধা ছিলেন স্যামসন এইচ চৌধুরী

শেয়ার করুন

পিপ : দেশ বরেন্য শিল্পপতি, পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য স্যামসন এইচ চৌধুরী ছিলেন আজীবন সংগ্রামী ও দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনের অন্যতম অগ্রগামী যোদ্ধা। বক্তারা বলেন, শৃংখলা বা নিয়মানুবর্তিতার কথা মুখে বলতেন না। তিনি ছিলেন পরিপূর্ণভাবে একজন ডিসিপ্লিনড মানুষ। একজন সফল, সুখী এবং পরিপূর্ণ মানুষ হিসাবে স্যামসন এইচ চৌধুরীর মৃত্যু হয়েছে। আর প্রয়ান দিবসে সবাইকে নিয়ে আমরা তার সফলতার গল্প, সততার গল্প সহ দেশপ্রেমের কথাগুলো স্মরণ করি। বক্তারা আরও বলেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও অর্থনেতিক মুক্তির পথ প্রদর্শক। তিনি সব সময় দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে তিনি সবসময় নতুন নতুন চিন্তা ভাবনা করতেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব অডিটরিয়ামে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, পাবনা সরকারী শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. আলী মতুর্জা বিশ^াস সনি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, স্কয়ার ফুড এন্ড বেভারেজের পরিচালক আব্দুল খালেক, স্কয়ার ফার্মাসিটিউক্যালসের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, স্যামুয়েল আশিষ বিশ^াস, রবিউল ইসলাম চৌবে ডাবলু, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মিজার্, প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। স্মরণ সভার শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেটিজ্রের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, সহ-সম্পাদক সরোয়ার উল্লাস, প্রবীন সাংবাদিক আবদুল জব্বার, জহুরুল ইসলাম, আবুল এহসান এলিচ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, রফিকুল ইসলাম সুইট, রাজিউর রহমান রুমী, মোস্তাফিজুর রহমান রাসেল, ইমরোজ খথন্দকার বাপ্পি, মীর্জা পার্থ হাসান, রিজভী জয়, মিজান তানজিল প্রমুখ।

এর আগে শ্রদ্ধা আর ভালোবাসায় পাবনায় দেশবরেণ্য শিল্পদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর একাদশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার সকালে পাবনায় বৈকন্ঠপুরের এষ্ট্রাস খামার বাড়ীতে স্যামসন এইচ চৌধুরী সমাধিতে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। এ ছাড়া ধর্মিয় প্রার্থণা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার কাশীয়ানী থানার আড়–কাকান্দি গ্রামে জন্মগ্রহন করেন। স্যামসন চৌধুরী ভারতে পড়াশুনা শেষ করে ১৯৫২ সালে পাবনা জেলার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন একটি ফার্মেসীর মেডিকেল অফিসার।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *