দেশের ২৫টি জেলায় শত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : গণভবন থেকে বাংলদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত শত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সোমবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহামন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. সাইফুর রহমান, সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধায় প্রৌকশলী সমিরন রায়, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবদুল্লাহ আল মামুন, সহকারি পুলিশ সুপার আরজুমা আক্তার সহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধনী শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। শত সেতুর মধ্যে পাবনা জেলার কাশিনাথপুরের মহিষাখোলায় একটি সেতু অন্তভূক্ত ছিল।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *