নবনিযুক্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল।

মঙ্গলবার (২৫ এপ্রিল-২০২৩ খ্রি.) বেলা পৌনে ১১ টার দিকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

সোমবার (২৪ এপ্রিল-২০২৩ খ্রি.) বেলা ১১টার দিকে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাত পৌনে ৯টার দিকে বঙ্গভবনে স-পরিবারে ওঠেন নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

১৩ ফেব্রুয়ারি-২০২৩ খ্রি. তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ঐ দিন মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল অন্য কোন প্রার্থী না থাকায় মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *