স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পাবনা জেলা প্রশাসনের নেতৃত্বে বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় পাবনা শহরের বড় বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতারের নেতৃত্বে অভিযানে তাকে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম, সিনিয়র কৃষি বিতরণ কর্মকর্তার সার্ভেয়ার খলিলুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ^াস, সচিব মো. আব্দুর রাজ্জাক, হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পদাক সাজ্জাদ প্রামানিক বাচ্চু প্রমুখ।
অভিযান চলাকালে বড় বাজারের বেশ কয়েকটি তেল ব্যবসায়ী এবং চিনি ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়। বিশেষ করে পণ্য ক্রয়ের বাউচার বাধ্যতামূলক বলে জানানো হয়।