ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে পুরো পাবনা জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছেন পাবনা জেলা পুলিশ।এরই ধারাবাহিকতায় দাশুড়িয়া বাজার ব্যবসায়ীদের সহযোগীতায় ১৭ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। শুধু প্রধান সড়কে নয়, বাজারের প্রতিটি গলির মধ্যেও আপনারা সমন্বিত প্রচেষ্টায় ক্যামেরা স্থাপন করবেন বলে ব্যবসায়ীদের জানান।এতে করে আপনাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ নিরাপত্তায় থাকবে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় সিসি ক্যামেরার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশি সেবা মানুষের দৌঁড় গোড়ায় পৌঁছাতে বাংলাদেশ পুলিশ বিট পুলিশিং সেবার মাধ্যমে সহজলভ্য করে তুলেছেন। আপনাদের যে কোন প্রকার সমস্যার কথা আমাদের বিট অফিসারকে অবহিত করণের মাধ্যমে আইনী সেবা গ্রহনের মধ্য দিয়ে সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমাদের সহযোগীতা করবেন বলেও তিনি জানান। সকলের উদ্দেশ্য করে তিনি বলেন, মনে রাখবেন , বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি।
এছাড়াও পুলিশ সুপার , দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ট্রাফিক পুলিশের জন্য সদ্য নির্মিত পুলিশ বক্স’র উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার প্রমুখ।