নিরাপদ ফসল উৎপাদনে পাবনায় বেলা'র কৃষক প্রশিক্ষণ -

নিরাপদ ফসল উৎপাদনে পাবনায় বেলা’র কৃষক প্রশিক্ষণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : নিরাপদ ফসল উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে পাবনায় কৃষকদের নিয়ে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। জমিতে রাসায়নিক উপাদান ব্যবহার কমিয়ে এবং জৈব উপাদান ব্যবহার বৃদ্ধি করে কৃষি জমির পরিবেশ বজায় রেখে উৎপাদন বৃদ্ধির কলা কৌশল গুরুত্ব দেয়া হয়।

শনিবার ( ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বেলা ১১ টায় পাবনা সদর উপজেলার নুরপুর ব্র্যাক লার্নিং সেন্টারে এই প্রশিক্ষণ দেয়া হয়।

কৃষি বিষয়ক প্রশিক্ষণে বিভিন্ন কলাকৌশল তুলে ধরে বক্তব্য দেন পাবনা সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মো: আহসান হাবিব। এ জেলার কৃষকদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রাকৃতিক কৃষি’র গবেষক মোঃ ইফতেখার আলী ও ঢাকা মোহাম্মদপুরের প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক সাফিয়া আজিজ।

প্রশিক্ষণে সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম সমন্বয়কারী এ এম এম মামুন ও রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *