পাবনা প্রতিনিধি : “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের প্রভাব : দূষণ ও স্বাস্ব্যঝুঁকি” এই প্রতিপাদ্য নিয়ে রিভারাইন পিপল পাবনা জেলা শাখার উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জমান। তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশি^ক বাস্তবতায় প্লাস্টিক সামগ্রী আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। প্লাস্টিকের ব্যবহার, কী পরিমাণ ব্যবহার, একটি প্লাস্টিক বোতল কতবার ব্যবহার করা যাবে এবং ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী কোথায় ফেলতে হবে; এ সকল বিষয়ে জ্ঞানার্জন এবং সচেতনতার বিকল্প নেই। প্লাস্টিকের কারণে আমাদের শুধুমাত্র পরিবেশ দূষণই ঘটছে না; ভবিষ্যৎ প্রজন্মও স্বাস্ব্যঝুঁকিতে নিপতিত হচেছ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই অনুষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সম্বন্ধে যে জ্ঞান অর্জন করলে, তা তোমরা একজন শিক্ষার্থী দশজন শিক্ষার্থীকে জানাবে অর্থাৎ সচেতন করবে, আবার দশজন একশো জনকে এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যতটুকু ক্ষতি হবার হয়ে গেছে; আর ক্ষতি হতে দেওয়া যাবে না। রিভারাইন পিপল দেশের নদ-নদী রক্ষার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত জনগুরুত্বপূর্ণ বিষয় বেছে নেওয়ার জন্য জেলা প্রশসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় পাবনার আদর্শ গার্লস হাই স্কুল মিলনায়তনে রিভারাইন পিপল পাবনা জেলা শাখার সভাপতি নদী গবেষক ড. মো. মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান ও আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ওহিদুর রহমান।
মুল প্রবন্ধ উপস্থাপণ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়াও প্লাস্টিকের ব্যবহার ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন আদর্শ গার্লস হাই স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সমাজসেবক এস মুস্তাকিম সবুজ , সূচনা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী প্রধান বিশিষ্ট নারী নেত্রী পূর্ণিমা ইসলাম, এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, ছাদ কৃষি উদ্ভাবক কৃষিবিদ জাফর সাদিক, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নেটওয়ার্ক সদস্য লেখক সাংবাদিক শফিক আল কামাল, পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, কে এম শুকুর আলী, ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া কলি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন স্কুলটির ৮ম শ্রেণির শিক্ষার্থী জুঁই খাতুন। শৃংঙ্খলার দায়িত্ব পালন করেন স্কুলের গার্লস গাইড ও রোভার স্কাউটবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি শিশির ইসলাম, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, কবি ফিরোজা খানম, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি হুমায়ন রাশেদ, রিভারাই পিপল পাবনা জেলা শাখার সদস্যবৃন্দ, পাবনার নদী ও পরিবেশকর্মীগণ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।